Gold Price: রেকর্ড ছুঁলো সোনার দাম, জেনে নিন কলকাতার দর
সোনার কথা ভাবলেই এখন আতঙ্কে ভোগের মধ্যবিত্ত মানুষজন। বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে সোনা দিতে হলে তো মাথায় বাজ ভেঙে পড়ে। গত কয়েকদিন ধরেই সোনার দাম পাল্লা দিয়ে চড়ছে।
সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১০ গ্রাম সোনার দাম গিয়ে পৌঁছল ৬৯,৪৮৭ টাকায়। দাম বাড়ল ১৮০০ টাকা। আন্তর্জতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়েই দাম একখানি বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
এদিকে, বিশ্ব বাজারেরও বেড়ে ছলেছে সোনার দাম। অন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম ২ হাজার ২৫৮.৭১ ডলার ছাড়িয়ে গিয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু। এক আউন্স হল ২৮.৩৪৯৫ গ্রাম। আজ আজকে ডলারের দর ৮৩.৪০ টাকা। সেই হিসেবে ১ গ্রাম সেনার দাম পড়ছে ৬৬৪৪৭.৮৭ টাকা।
একইসঙ্গে রুপোর দামও বেড়ে চলেছে। সোমবার ১ কিলো রুপোর দাম গিয়ে পৌঁছল ৭৫.৭১০ টাকায়।
সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৯৩৮০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৫২,০৪০ টাকা।