Gold Price Today: সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম, সাময়িক স্বস্তি বহাল
সোনার দামে কম বেশি হচ্ছিল কয়েক সপ্তাহ ধরেই। এদিন সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম। ৪৮ হাজারের নীচে নামল ১০গ্রাম সোনার দাম।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ জানায় মাসের শুরুতেই সোনার দাম পড়েছে ০.১৩ শতাংশ। এদিন সকালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৯৪০।
তবে বেড়েছে রুপোর দাম। সোমবার ০.০৩ শতাংশ দাম বৃদ্ধি হয়ে ৬৭ হাজার ৮৭০ টাকায় পৌছল ১০ গ্রাম রুপোর দাম।
সোমবার কেবল ভারতে নয়, বিশ্ববাজারে দাম কমেছে সোনার। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুসারে, এ বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের সোনার চাহিদা ১৯.২ শতাংশ বেড়েছে।
গত বছর এই সময় ভারতে ৬৩.৮ টন চাহিদা ছিল ভারতের। কোভিডের দ্বিতীয় ঢেউতে টালমাটাল পরিস্থিতি হলেও সোনার চাহিদা কিন্তু উর্ধ্বমুখী ভারতে।
এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতে সোনার চাহিদা বেড়েছিল ২৩ শতাংশ। টাকার হিসেবে প্রায় ৩২ হাজার ৮১০ কোটি। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬০০ কোটি।