Gold Price Today: বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার, সস্তা রুপো, জেনে নিন দাম

Thu, 30 Sep 2021-12:01 pm,

নিজস্ব প্রতিবেদন: Gold Price Today বুধবার কিছুটা দাম কমেছিল সোনার। বৃহ্স্পতিবার ফের বাড়ল। এমসিএক্স সূচকে (MCX Index) যদিও সোনার দামে উর্ধমুখী ট্রেন্ড অব্যাহত ছিলই। বৃহস্পতিবার কত হল দাম? কলকাতাসহ (Kolkata) দেশের অন্যান্য শহরে জেনে নিন সোনার দাম।

বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ভারতে ডিসেম্বরের গোল্ড ফিউচার (Gold Future) ০.৩৭ শতাংশ বেড়েছে। এমসিএক্স ওয়েবসাইট অনুযায়ী, এমসিএক্স সূচকে সোনার দর প্রতি দশ গ্রামে ৪৫ হাজার ৯৩৮ টাকা। রুপোর ফিউচারও ০.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিলো প্রতি ৫৮ হাজার ৫১১ টাকা দাম দাঁড়িয়েছে রুপোর। 

সার্বিকভাবে দেশে সোনার দাম বেড়েছে। বুধবারের তুলনায় ১০ টাকা দাম বাড়ল সোনার। বৃহস্পতিবার গোটা দেশে গড়ে ২৪ ক্যারাট সোনার দর প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ১০০ টাকা। ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ১০০ টাকা।

 

বৃহস্পতিবার কলকাতাতেও (Gold Price in Kolkata) দাম বেড়েছে সোনার। এদিন শহরে ২২ ক্যারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪ হাজার ৪৫০ টাকা। বুধবারের তুলনায় ৫০ টাকা বেড়েছে দাম। হলমার্কযুক্ত ২২ ক্যারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ১০০ টাকা। বুধবারের তুলনায় ৫০ টাকা বেড়েছে দাম। কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৪৬ হাজার ৮৫০ টাকা। ৫০ টাকা দাম বেড়েছে গতকালের তুলনায়।

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারাটে ৪৭ হাজার ৩৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ১১০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৬ হাজার ১১০ টাকা।

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৩৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৪৯ হাজার ৪৮০ টাকা। বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৫০ টাকা ও ২৪ ক্যারাটের দাম ৪৬ হাজার ৯৬০ টাকা।

এদিকে দাম কমেছে রুপো ও প্ল্যাটিনামের। বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর বাটে ২০০ টাকা কমল দাম। কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৬০ হাজার ২০০ টাকা। খুচরো রুপোর দাম ৬০ হাজার ৩০০ টাকা।

সাধারণত সোনা আমদানি, পোতাশ্রয়ের সুবিধা, পরিবহন খরচ, শুল্ক ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন শহরে সোনার দামে হেরফের হয়। প্রসঙ্গত, গত বছর অগাস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। বর্তমানে রেকর্ড দামের থেকে ১০,০০০ টাকা কম রয়েছে সোনার দাম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link