Gold Price Today: ছটপুজোয় সোনার দামে ব্যাপক পতন! রেকর্ড থেকে সাড়ে আট হাজার টাকা কম

Wed, 10 Nov 2021-12:49 pm,

নিজস্ব প্রতিবেদন: Gold Price Today বুধবারও সোনার দামে পতন অব্যাহত। ছটপুজোর পুণ্য তিথিতে একধাক্কায় অনেকটা সস্তা হল সোনা। রেকর্ড দামের থেকে প্রায় সাড়ে আট হাজার টাকা কম হল দাম। পুজোর মুখে লাগাতার উর্ধমুখীই ছিল হলুদ ধাতুর দাম। তবে কালীপুজো শেষে পতন লক্ষ্য করা যাচ্ছে সোনার দামে। কলকাতাসহ (kolkata Gold Price) দেশের অন্যান্য শহরে জেনে নিন দাম।

সার্বিকভাবে দেশে সোনার দামে নিম্নমুখী ট্রেন্ড লক্ষণীয়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বা MCX সূচকে ভারতের বাজারে সস্তা হয়েছে সোনা।   বুধবার গোটা দেশে গড়ে ২৪ ক্য়ারাট সোনার দর প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৯৯০ টাকা। ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৬ হাজার ৯৯০ টাকা। 

 

বুধবার কলকাতায় (Gold Price in Kolkata) সোনার দামে পরিবর্তন হয়নি। এদিন শহরে ২২ ক্য়ারাট হলমার্ক সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ৭৫০ টাকা। কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৫০ হাজার ১৫০ টাকা।

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৪৫০ টাকা। ২৪ ক্যারাটে ৪৯ হাজার ৫৮০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৭ হাজার ৯০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৮ হাজার ৯০ টাকা।

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৭ হাজার ১৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৫১ হাজার ৪০০ টাকা। বেঙ্গালুরু ও হায়দ্রাবাদেও ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ২০০ টাকা ও ২৪ ক্য়ারাটের দাম ৪৯ হাজার ৩১০ টাকা। 

সোনা কিছুটা সস্তা হলেও দাম বেড়েছে রুপোর। শনিবার এক ধাক্কায় ৩০০ টাকা বাড়ল দাম। কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৪ হাজার ৯০০ টাকা। খুচরো রুপোর দাম কেজি প্রতি ৬৫ হাজার টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link