Gold Price Today: উৎসবের মরসুমে বড় ধাক্কা! বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদন: Gold Price-উৎসবের মরসুমের আগে সোনার দামের (Gold Price Today) দিকে মুখিয়ে রয়েছেন অনেকেই। বুধবার ফের কিছুটা দাম বাড়ল হলুদ ধাতুর। যদিও গত বছরের রেকর্ড দামের তুলনায় প্রায় দশ হাজার টাকা পতন হয়েছে সোনার দামে। কলকাতায় (Kolkata) কত হল দাম? উপযুক্ত সময়ে বিনিয়োগের (Investment) আগে জেনে নিন।
বুধবার এমসিএক্স সূচকে (Multi Commodity Exchange) গোল্ড ফিউচারের দাম কিছুটা কম হয়েছে। প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ৬৩৩ টাকা। যদিও সূচক অনুযায়ী রুপোর দাম (Silver Price) ০.৭ শতাংশ বেড়েছে।
বুধবার কলকাতায় ২৪ ক্যারাট (24 karat) পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১৫০ টাকা। মঙ্গলবার ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৬ হাজার ৯০০ টাকা।
এদিকে বুধবার কলকাতায় ২২ ক্যারাট (22 karat) গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪ হাজার ৬৫০ টাকা। মঙ্গলবার তা ছিল ৪৪ হাজার ৫০০ টাকা। অতএব, গতকালের তুলনায় বাইশ ক্যারাট গহনা সোনার (Gold Ornaments) দামেও দেড়শো টাকা বৃদ্ধি হয়েছে।
উৎসবের মরসুম তো বটেই। একইসঙ্গে রয়েছে বিয়ের মরসুমও। কিন্তু দাম বেড়েছে হলমার্কযুক্ত (Hallmark) গহনা সোনাতেও। বুধবার কলকাতায় হলমার্কযুক্ত গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৩৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় দাম বাড়ল দেড়শো টাকা। গতকাল হলমার্কযুক্ত গহনা সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ২০০ টাকা।
সোনার দামের সঙ্গেই তাল মিলিয়ে চলে রুপো। সোনার দামে বৃদ্ধির ফলে দাম বেড়েছে রুপোরও। তাছাড়া গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারেও দাম বাড়ায় কলকাতায় দাম বেড়েছে রুপোর।
বুধবার কলকাতায় রুপোর বাটের দাম প্রতি কেজি ৬০ হাজার ৪০০ টাকা। মঙ্গলবারের তুলনায় একশো টাকা বেড়েছে দাম।