Gold Price: দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে সোনার দামেও ঘটল বদল; দেখে নিন কলকাতায় দর কত
আজ, সোমবার আবার বাড়ল সোনার দাম। ২২ ক্যারাট সোনার দামে এল বদল।
১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪৭,৬৫০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ৪৭,৭৫০ টাকা। অর্থাৎ, ভরিতে ১০০ টাকা বাড়ল সোনার দাম।
১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দামেও এল বদল। ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫১,৯৮০ টাকা। সেটা দাঁড়াল ৫২,০৮০ টাকা। এখানেও সেই ১০০ টাকা বৃদ্ধি।
ডলার মূল্যের সাপেক্ষেই বেশ কিছুদিন ধরে একটা জায়গায় স্থির হয়েছিল সোনার মূল্য। এর মধ্যে তেলের দামের বিষয়টিও ছিল।
কলকাতায় সোনার দাম দাঁড়াল প্রতি ১০ গ্রামে ৪৭,৭৮০ টাকা!
ভারতের অন্যান্য প্রধান শহরেও সোনার দাম কী দাঁড়িয়েছে, দেখে নিন: মুম্বই-- ৪৭,৭৫০ টাকা, চেন্নাই-- ৪৭,৮৫০ টাকা, দিল্লি-- ৪৭,৭৮০ টাকা, বেঙ্গালুরু-- ৪৭,৭৮০ টাকা।