ধনতেরসের আগে একলাফে অনেকটাই পড়ল সোনার দাম

Tue, 10 Nov 2020-4:56 pm,

ধনতেরসের আগে একধাপে পড়ল সোনার দাম৷ ৷ করোনার ভ্যাকসিন তৈরির কাজ এগিয়েছে ৯০ শতাংশ, Pfizer-র এই ঘোষণার পরই মন্দা সোনা-রুপোর দামে৷ ১০ গ্রাম সোনার দাম কমে যায় প্রায় আড়াই হাজার টাকা।

 

MCX-র ভবিষ্যত সোনার মূল্য দাঁড়ায় ১০ গ্রাম ৫১,১৬৫ টাকা থেকে প্রায় কমে দাঁড়ছে ৪৯,৬০২ ৷ অন্যদিকে ৬৩১৩০ টাকা কেজি প্রতি রুপোর দাম প্রায় ৩.৫ শতাংশ কম হয়৷

 

সোমবার, দিনের শুরুতে সোনার দাম অনেকটাই বেশি ছিল৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর কিছুটা চাঙ্গা হয় শেয়ার বাজার৷ তার সঙ্গেই উর্দ্ধমুখী থাকে সোনার দামও৷

 

তবে বেলা বাড়তেই Pfizer-র থেকে আসে আশার বাণি৷  ৯০ শতাংশ কাজ করছে করোনার ভ্যাকসিন জানিয়ে দেয় মার্কিন ফার্মা সংস্থা Pfizer এবং জার্মান বায়োটেক সংস্থা BioNTech। আর এরপরেই পড়ে যায় সোনার দাম। 

 

Pfizer সংস্থা চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা জানিয়েছেন যে, ইতিমধ্যেই তার প্রথম ধাপ সাফল্যের সঙ্গে শেষ। অনেকটা পথ এগিয়েছি ৷ আমাদের ভ্যাকসিন তৈরির কাজ ফেজ থ্রি-তে পৌঁছেছে৷ 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link