Gold Silver Price: বিয়ের মরশুমে আগুন ধরাচ্ছে সোনার দাম, জেনে নিন কত হল আপনার শহরে

Thu, 18 Apr 2024-1:32 pm,

অয়ন ঘোষাল: দেশে সোনার দাম রেকর্ড হারে বাড়ছে। হলুদ ধাতুর দাম কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে। ভারতে এর দাম ৭৪ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে। ধাপে ধাপে পাঁচবার দাম বেড়েছে সোনার। জেনে নিন আজ কলকাতা শহরে সোনার দাম কত? 

কলকাতায় সোনার দাম, ১৮ এপ্রিল বৃহস্পতিবার বৈশাখে বিয়ের মরশুম। মধ্যবিত্তকে চিন্তায় ফেলে বেড়েই চলেছে সোনার দাম। আজ কলকাতায় সোনার দাম হলমার্ক গয়নার সোনার দাম, ৯১৬/২২ ক্যারাট ১ গ্রাম ৭১০০ টাকা (+৪৫ টাকা), খুচরো পাকা সোনা ৯৯৫০/২২ ক্যারাট ১ গ্রাম ৭৪৭০ টাকা (+ ৫০ টাকা), পাকা সোনার বাঁট ৯৯৫০/২৪ ক্যারাট ১ গ্রাম ৭৪৩৬ টাকা (+ ৫০ টাকা)। 

১৬ এপ্রিল ২২ ক্যারাট সোনার দাম ৬,৬৪৩.১ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৭,২৪৭ টাকা। কলকাতায় সোনার দাম? তা আরও এক ধাপ এগিয়ে। ১৬ এপ্রিল কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬,৭৯৫ টাকা।  

রুপোর দাম গ্রামের নিরিখে মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৭০০০ টাকা, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম যাচ্ছে ৮৭১০০ টাকা।

বৈশাখ মাসে সোনা বেচাকেনায় লাভের মুখ দেখেন দোকানিরা। মধ্যবিত্তও এই সময়ে সোনা সঞ্চয়ের রাস্তায় হাঁটেন। যার জন্য চৈত্রের শেষ থেকেই প্রস্তুতি শুরু হয়। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। অর্ডার প্রায় নেই বললেই ভালো। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link