PICS: ১৯৭৫-২০১৯, বিশ্বকাপে যাঁরা পেয়েছেন সোনার ব্য়াট
১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের প্রথম সোনার ব্য়াট জয়ী গ্লেন টার্নার। কিউয়ি ব্য়াটার করেছিলেন ৩৩৩ রান।
১৯৭৯ বিশ্বকাপে উইন্ডিজ মহারথী ২৫৩ রান করে জিতেছিলেন সোনার ব্য়াট।
তিরাশির বিশ্বকাপ জিতেছিল ভারত। ৩৮৪ রান করে সোনার ব্য়াট পেয়েছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার।
১৯৮৭ বিশ্বকাপে ইংল্য়ান্ডের গুচ করেছিলেন ৪৭১ রান। তিনিই পেয়েছিলেন সোনার ব্য়াট।
১৯৯২ বিশ্বকাপে ক্রো করেছিলেন ৪৫৬ রান। কিউয়ি তারকা জিতেছিলেন সোনার ব্য়াট।
১৯৯৬ বিশ্বকাপে সচিন ৫২৩ রান করে জিতেছিলেন সোনার ব্য়াট।
১৯৯৯ বিশ্বকাপে দ্য ওয়াল' দ্রাবিড় করেছিলেন ৪৭১ রান।
আবার সচিন। ২০০৩ বিশ্বকাপে মাস্টারব্লাস্টার ৬৭১ রান করেছিলেন।
২০০৭ বিশ্বকাপে অজি মহারথী হেডেন করেছিলেন ৬৫৯ রান।
২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ৫০০ রান করে সোনার ব্য়াট জেতেন শ্রীলঙ্কার স্টার দিলশান।
২০১৫ বিশ্বকাপে কিউয়ি তারকা গাপটিল ৫৪৭ রান করেছিলেন।
২০১৯ বিশ্বকাপে দ্য হিটম্য়ান রোহিত করেছিলেন ৬৪৮ রান।