এক সময় খালি পায়ে দৌড়তেন, এবার মেসি, রোহিত শর্মাদের রানিং শু পরে ছুটবেন হিমা দাস
মেসি, রোহিত শর্মা, পল পোগবাদের সঙ্গে এবার একই সারিতে বসবেন হিমা দাস। অ্যাডিডাস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হিমা। একসময় জুতোর অভাবে খালি পায়ে ছুটতে হয়েছে। আর আজ সেই হিমা দাসকে রানিং শু দেবে অ্যাডিডাস।
শুধু জুতো নয়, হিমার প্রয়োজনীয় সবরকম কিট দেবে অ্যাডিডাস। এদিন এক অনুষ্ঠানে হিমার সঙ্গে অ্যাডিডাস-এর সম্পর্কের কথা জানায় আন্তর্জাতিক সংস্থাটি।
একটা সময় খালি পায়ে মাঠে, রাস্তায় দৌড়তেন হিমা দাস। এখন আসামের সেই মেয়ে বিশ্বের অন্যতম ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার রানি শুং পরে নামবেন।
মাত্র আঠারো বছর বয়সেই আন্তর্জাতিক স্তরে হইচই ফেলে দিয়েছেন হিমা দাস। ইতিমধ্যে তাঁর নাম হয়েছে ঢিং এক্সপ্রেস। অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে সোনা জিতে সাড়া ফেলে দিয়েছিলেন আসামের মেয়ে।
অ্যাডিডাস-এর তরফে জানানো হয়, এবার থেকে প্রতি ইভেন্টে সংস্থার সেরা রানিং শু পরে নামবেন হিমা দাস।
''খেলাধূলার মাধ্যমে একজনের জীবনে অনেক বদল আসতে পারে। এক্ষেত্রে হিমা দাস জলজ্যান্ত উদাহরণ। হিমাকে আমাদের ব্র্যান্ড-এর সঙ্গে যুক্ত করতে পারাটা দারুন ব্যাপার। ওকে দেখে ভারতীয় মেয়েদের খেলাধূলার প্রতি আরও বেশি ঝোঁক বাড়বে। হিমার জন্য আমাদের সবরকম সহায়তা থাকবে।'' বলছিলেন অ্যাডিডাস ইন্ডিয়া-র এমডি ডেভ থমাস।
ভারতীয় অ্যাথলিটদের মধ্যে রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীপিকা পাল্লিকেল, কুলদীপ যাদবরা আডিডাস ব্র্যান্ড-এর সঙ্গে যুক্ত।
লিওনেল মেসি, পল পোগবা, ক্যারোলিন ওজনিয়াঙ্কির মতো আন্তর্জাতিক তারকারা যেমন কাস্টমাইজড বুট পরে খেলেন, এবার হিমাও সেরকম রানিং শু পাচ্ছেন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা আডিডাস-এর থেকে।