Royal Enfield Classic 350: পরশুই বাজারে এনফিল্ডের নয়া মডেল, ২ লক্ষেরও কমে দাম শুরু

Wed, 25 Aug 2021-1:26 pm,

নিজস্ব প্রতিবেদন: অবশেষে বুলেটপ্রেমীদের জন্য সুখবর। ২৭ অগাস্ট শুক্রবারই বাজারে আসতে চলেছে বহু প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিরিজের (Royal Enfield Classic 350) নতুন মডেল। ইতিমধ্যে টেস্ট ড্রাইভে দেখা গিয়েছে মডেলটিকে। লিক্ড হওয়া ছবি দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। সাধ্যের মধ্যেই থাকছে দাম (Royal Enfield Classic 350 Price)। আর কী কী থাকছে নয়া মডেলে? জানুন বিস্তারিত।

নতুন জেনারেশন ক্লাসিক ৩৫০-এ Meteor 350-এর মতোই ৩৪৯ সিসির DOHC ইঞ্জিন থাকবে। সর্বোচ্চ 20PS Peak Power উৎপন্ন করতে পারবে ইঞ্জিনটি। Meteor এর মতোই J-platform থাকবে নয়া মডেলে।

 

New Classic 350 তে Turn-by-Turn নেভিগেশনসহ একট ছোট স্ক্রীন থাকছে। সেখানে ব্লু টুথ কানেক্ট করে নেভিগেশনে সাহায্য় নেওয়া যাবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, বুলেটের এই নয়া মডেলে থাকছে না কিক স্টার্ট। 

ম্যাট কালো রঙের রয়াল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। চাকায় মাল্টি স্পোক ডুয়াল টোন অ্যালয় থাকছে। পিছনে একেবারে রেট্রো স্টাইলের লাইটসহ গোল কাটিংয়ে দুটি ইন্ডিকেটর থাকবে নতুন মডেলটিতে।

সূত্রের খবর, Royal Enfield Classic 350 তিনটি মডেল নিয়ে আসছে বাজারে। সিঙ্গল সিটার ক্লাসিক ৩৫০, টুইন সিটার ক্লাসিক ৩৫০ ও ক্লাসিক ৩৫০ সিঙ্গল এডিশনে আসছে মডেলটি।

উল্লেখ্য, Royal Enfield Classic 350 এর দাম শুরু হচ্ছে ১.৮৫ লক্ষ টাকা থেকে। যদিও ক্লাসিক ৩৫০ এর পুরনো মডেলের দাম বেড়ে ২ লক্ষ টাকা হয়েছে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link