ভারতে ১৩৬ কোটি টাকার জরিমানা দিতে হবে গুগলকে
সার্চ ইঞ্জিন গুগলকে বিশাল অর্থের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।
পক্ষপাতদুষ্টের দায়ে গুগলকে প্রায় ১৩৬ কোটি টাকা জরিমানা দিতে হবে।
২০১২ সালে গুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই মার্কিন সংস্থার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে।
সার্চের ফলাফলে পক্ষপাত করছে তারা। নিজেদের স্বার্থ জড়িত রয়েছে, এমন ফলাফল দিচ্ছে গুগল। ফলে ব্যবহারকারী সেটাই দেখতে পাচ্ছেন, যা গুগল দেখাতে চাইছে।
কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার পর্যবেক্ষণ, প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করছে গুগল। তাদের পক্ষপাতমূলক ফলের জেরে লোকসান হচ্ছে প্রতিযোগীদের। এমনকি ব্যবহারকারীরাও অসুবিধার মুখে পড়ছেন।
২০১৩, ২০১৪ ও ২০১৫- এই ৩ বছরে সংস্থার ভারত থেকে মোট আয়ের ৫ শতাংশ জরিমানা হিসেবে ধার্য করেছে সিসিআই।
গুগলকে দিতে হবে ১৩৫.৮৬ কোটি টাকা। ৬০ দিনের জরিমানা অঙ্ক মেটাতে হবে সংস্থাকে।