`ভারতের জলপরী` আরতি সাহাকে সম্মান জানাল Google, আজ তাঁর ৮০ তম জন্মদিন
ভারতের কিংবদন্তি সাঁতারু আরতি সাহাকে অভিনব সম্মান জানাল গুগল। ১৯৬০ সালে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত আরতি সাহার স্মৃতিচারণ হল গুগল ডুডল-এর মাধ্যমে।
এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আরতি সাহা ১৯৫৯ সালে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। আজ তাঁর ৮০ তম জন্মদিন।
কলকাতার আরতি সাহা সেবার ৬৭.৫ কিমি পথ সাঁতার কেটে পার করেছিলেন ১৬ ঘণ্টা ২০ মিনিটে।
১৯৯৪ সালের ২৩ অগাস্ট প্রয়াত হন আরতি সাহা। তবে ক্রীড়াক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এখনও স্মরণ করেন বহু মানুষ।
দ্বিতীয়বারের প্রচেষ্টায় ইংলিশ চ্যানেল পার করেছিলেন আরতি সাহা। তাঁকে ভারতীয় জলপরী বলেও ডাকা হত।