জন্মদিনে গুগল ডুডলে স্যার ডন ব্র্যাডম্যান

Mon, 27 Aug 2018-11:47 am,

# কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ১১০ তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল৷ ২৭ অগাস্ট বিশ্বব্যাপী গুগল ডুডলে ফুটে উঠল স্যার ডনের প্রতিকৃতি৷

# ১৯০৮ সালের ২৭ অগাস্ট নিউ সাউথওয়েলসের কুতামুন্দ্রায় জন্মগ্রহণ করেন ব্র্যাডম্যান৷

# ১৯২৮ সালের ৩০ নভেম্বর, ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ব্র্যাডম্যানের।

# জ্যাক রাইডারের নেতৃত্বে কেরিয়ারের প্রথম টেস্টে দুই ইনিংসে ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ১৮ ও ১ রান৷ যদিও ম্যাচটি ইংল্যান্ড ৬৭৫ রানে জিতেছিল।

 

# কেরিয়ারের তৃতীয় ইনিংসেই হাফসেঞ্চুরি করেন ব্র্যাডম্যান৷ তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৯ রানে আউট হওয়া ডন দ্বিতীয় ইনিংসেই করেন শতরান। ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷

# ৫২ টেস্টের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ব্র্যাডম্যান করেন ৬৯৯৬ রান। তাঁর ব্যাটিং গড় ৯৯.৯৪।

# ৫২টি টেস্টে ২৯টি শতকান করেন স্যার ডন ব্র্যাডম্যান। যার মধ্যে ১২টি দ্বিশতরান ও ২টি ত্রিশতরান৷ লিডসে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে৷ হাফসেঞ্চুরি করেন ১৩টি। 

# ৫২টি টেস্টে ৮০ টি ইনিংসের মধ্যে মাত্র ৭ বার শূন্য রানে আউট হয়েছিলেন ব্র্যাডম্যান৷

# স্যার ডনের ব্যাটিং গড় ১০০ ছুঁয়ে ফেলত, যদি কেরিয়ারের শেষ ইনিংসে অন্তত ৪ রান করতেন তিনি৷ ১৯৪৮ সালে ওভালে শেষ ইনিংসে দু'বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন তিনি৷

 

# ক্রিকেটে ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন স্যার ডন ব্র্যাডম্যান৷ ২০০১ সালে ২৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রিকেটার৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link