বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, Devlina-কে নিয়ে সেজেগুজে শ্বশুরবাড়িতে Gourab
২০২০-র ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েছিলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও দেবলীনা কুমার (Devlina Kumar)। বিয়ের পর গৌরব-দেবলীনার এটাই প্রথম জামাই ষষ্ঠী। নিয়ম মেনেই রীতিনীতি পালন করলেন তারকা দম্পতি।
নিয়ম মেনেই একমাত্র জামাই গৌরব চট্টোপাধ্যায়কে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিলেন দেবযানী কুমার। নিমন্ত্রণ পেয়ে দেবলীনাকে নিয়ে গৌরবও সময়মতো পৌঁছে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে।
জামাই ষষ্ঠী উপলক্ষে এদিন গৌরবের পরনে ছিল কালো রঙের তসরের ডিজাইনার পাঞ্জাবি।
দেবলীনা কুমারের পরনে ছিল লাল ট্রাডিশনাল শাড়ি ও গলায় সোনার গয়না।
মেয়ে-জামাই প্রথমবার 'জামাই ষষ্ঠী'তে এসেছে তাই আয়োজন কিছু কম করেননি দেবযানী কুমার (দেবাশিস কুমারের স্ত্রী) । ফল, মিষ্টি সহ সব আয়োজনই করেছিলেন তিনি। হাজির ছিল 'জামাই ষষ্ঠী' স্পেশাল সন্দেশ।
নতুন জামাইকে নিজের হাতে হাওয়া করতেও দেখা গেল দেবযানী কুমার (দেবাশিস কুমারের স্ত্রী) কে। গৌরবকে অবশ্য কিছুটা লজ্জা পেতেও দেখা গেল।
প্রসঙ্গত, দেবলীনা হলে তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে। আর গৌরব যে উত্তম কুমারের নাতি, সে পরিচয় হয়ত অনেকেরই জানা।