মুখ্যমন্ত্রীকে অন্ধকারে বড় সিদ্ধান্ত নিচ্ছেন আমলারা, গুরুতর অভিযোগ অর্থ দফতরের
সুতপা সেন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মন্ত্রিসভাকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলছে সরকারি দফতর। অর্থ দফতরের নির্দেশিকায় রয়েছে সে কথাই।
রাজ্যের অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী না জানিয়ে নীতিমালা তৈরি করে ফেলছেন বিভিন্ন দফতর। এমনই গুরুতর অভিযোগ করছে রাজ্যের অর্থ দফতর।
অর্থ দফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি দফতরকে জানিয়েছেন, অনুমতি ব্যতিত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিলেও তা অবৈধ হবে।
এই নির্দেশিকার পরেও যদি কোনও দফতর মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কাজে ঢিলেমি হিসেবে গণ্য করা হবে।
প্রশ্ন উঠছে, রাজ্যের দফতরগুলি নিজে থেকে কীভাবে বড় সিদ্ধান্ত নিতে পারছে? মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভাকেও মানছেন না সরকারি আমলারা। এটা তো যথেষ্ট গুরুতর বিষয়।