রেশন তুলতে এবার App-র ব্যবহার, লঞ্চ করল কেন্দ্র

Mon, 15 Mar 2021-1:47 pm,

নিজস্ব প্রতিবেদন:  ভারত সরকার লঞ্চ করল রেশন তোলার অ্যাপ। অ্যাপের নাম Mera Ration App। যার মাধ্যমে রেশন তোলা এখন আরও সহজ। 

মূলত, পরিযায়ী শ্রমিকদের রেশন তোলা সহজ করতেই এই উদ্যোগ। One Nation One Ration Card-র  প্রকল্পকে দৃঢ় করতে অ্যাপের মাধ্যমে রেশন দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করল কেন্দ্র। 

যাঁরা কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা অ্যাপের মাধ্যমে প্রতি মাসে রেশন তুলতে পারবেন। প্রত্যেক মানুষকে ২ কেজি চাল ২ কেজি গম  সহ প্রতি মাসে মোট ৫ কেজি খাবার দেয় ভারত সরকার। ৫.৪ লাখের বেশি রেশন দোকান আছে গোটা দেশ জুড়ে। 

National Food Security Act এর আওতায় প্রতি কেজিতে ১-৩ টাকা দরে চাল ডাল সরবরাহ করা হয়। ৮১ কোটি মানুষকে খাদ্য সরবরাহ করা হয় রেশন দোকান থেকে। 

অ্যাপের Key features কোনগুলি? 

আপনাকে রেশনের নম্বর ও মোবাইল নম্বরকে অ্যাপে রেজিস্টার করলেই কবে কখন কত রেশন পাবেন তা অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন আপনি। 

 

অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন, আপনার বাসস্থানের নিকটে কোথায় কোথায় রেশন দোকান আছে। আধার কার্ড নম্বরও রেজিস্টার করতে হবে অ্যাপে। 

১৪ টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link