খুচরো ব্যবসায়ীদের বাঁচাতে ফ্লিপকার্ট, অ্যামাজনের লাগাম টানাল কেন্দ্র
ই-কমার্স সাইটগুলিতে প্রচুর ছাড় দেওয়ার কারণে লোকসান হচ্ছে, এমনটাই অভিযোগ করে আসছেন খুচরো ব্যবসায়ীরা। সে কারণে ই-কমার্স সাইটগুলির ব্যবসায় রাশ টানল কেন্দ্রীয় সরকার।
অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটগুলির বিক্রয়পদ্ধতির নীতি আরও কঠিন করল কেন্দ্র। বলা হয়েছে, যে সংস্থার পণ্যে তাদের অংশীদারিত্ব রয়েছে, সেগুলি সাইটে ২৫ শতাংশের বেশি বেচতে পারবে না তারা।
পরিবহণ, গুদাম, বিজ্ঞাপনের ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব পণ্যের সঙ্গে অন্য পণ্যের বৈষম্য করতে পারবে না ই-কমার্স সাইটগুলি। ফলে এক্সক্লুসিভ সেলও বন্ধ হতে চলেছে। কারণ কোনও পণ্য এক্সক্লুসিভ বিক্রি করতে পারবে না ই-কমার্স সাইটগুলি।
বিভিন্ন সময়ে গ্রাহকদের প্রচুর ছাড় দেয় ই-কমার্স সাইটগুলি। এবার ক্যাশব্যাকের ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারবে না।
সরকারি নীতি মেনে চলছে, তা নিরীক্ষা করাতে হবে। প্রতিবছর ২০ সেপ্টেম্বরের মধ্যে আরবিআইয়ের কাছে জমা দিতে হবে নিরীক্ষকের রিপোর্ট।
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্ন্যাপডিলের সিইও কুণাল বহেলের দাবি, এর ফলে বাজার আরও উন্মুক্ত ও স্বাধীন হবে। ছোট ব্যবসায়ীরাও ই-কমার্সের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
অ্যামাজন ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, নির্দেশিকাটি খতিয়ে দেখছে সংস্থা।
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন কার্যকর হবে নতুন নির্দেশিকা। ব্যবসায়িক সংস্থা CAIT-এর দাবি, প্রচুর ছাড় এবার অতীত হতে চলেছে।