মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাইফোঁটা নিয়েই ছাড়ব: রাজ্যপাল
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাইফোঁটা নেবই। রাজভবনে দুর্গোৎসব কমিটির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মমতার হাতে ভাইফোঁটা না নেওয়ার আক্ষেপ যাচ্ছে না রাজ্যপালের। এদিন তিন বলেন, মমতার কাছ থেকে ভাইফোঁটা নেবই। এবছর হয়নি তো কি হয়েছে! আমি সামনের বছর চেষ্টা করব।
রাজ্যপাল বলেন,'ভাইবোনের সম্পর্ক আমি বুঝি।'' তিনি মনে করিয়ে দেন, ভাইফোঁটা নেওয়ার উদ্যোগ নিয়েওছিলেন।
বলে রাখি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ভাইফোটায় যেতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী ওইদিন তাঁকে সময় দেননি।। বরং তিনি কালীপুজোয় আসার আমন্ত্রণ জানান।
যাদবপুরে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে গিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের সূত্রপাত। এরপর জিয়াগঞ্জকাণ্ডে রাজ্যকে কাঠগড়ায় তোলেন জগদীপ ধনখড়। তবে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু ভাইফোঁটায় আর যাওয়া হয়নি।