কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

Mon, 26 Mar 2018-3:52 pm,

দেশের এলসিডি ও এলইডি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে টিভি তৈরিতে ব্যবহৃত ‘ওপেন সেল’ এর উপর থেকে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

এলসিডি ও এলইডি তৈরিতে ব্যবহার করা হয় ১৫.৬ ইঞ্চি মাপের সেল। একেই বলা হয় ‘ওপেন সেল’। এটি প্রধাণত চিন ও তাইওয়ান থেকে আমদানি করা হয়।

এবার বাজেটে এলসিডি আমদানির উপরে ১০ শতাংশ শুল্ক বাসিয়েছিল কেন্দ্র। শুল্ক কমালে এলসিডি ও এলইডি টিভির দাম কমবে বলে মনে করা হচ্ছে।

এ বছর ফেব্রুয়ারি মাস প‌র্যন্ত ভারত বিদেশ থেকে ২৫,৯৪২.৯২ কোটি টাকার ইলেট্রনিক্স পণ্য আমদানি করেছে। এই প্রবণতায় লাগাম দিতেই ফেব্রুয়ারি মাসের বাজেটে আমদানি শুল্ক ১o শতাংশ করা হয়েছে।

এর আগে টিভি প্রস্তুতকারীর সংস্থাগুলো জানিয়েছিল, আমদানি শুল্ক বাড়ার জন্য এলসিডি ও এলইডি টিভির দাম বাড়বে ৮-৯ শতাংশ। এখন শুল্ক কমায় ওই দাম কমার সম্ভাবনা প্রবল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link