পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত? এবার মুখ খুললেন কপিল দেব
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা এখনও চলছে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর থেকে উত্তপ্ত পরিস্থিতি। এমন মুহূর্তে পাকিস্তানকে সব দিক থেকে কোণঠাঁসা করার চেষ্টায় ভারত। ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তও নিতে পারে ভারত।
সচিন তেণ্ডলকর, সুনীল গাওয়াস্কারের মতো কোনও কোনও ক্রিকেট তারকা পাকিস্তানের বিরুদ্ধে খেলার পক্ষে। তাঁদের যুক্তি, পাকিস্তানকে দুই পয়েন্ট উপহার দেওয়ার কোনও মানে হয় না। তা ছাড়া পাকিস্তানকে হারিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য দেওয়ার পক্ষে তাঁরা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংয়ের মতো কেউ কেউ আবার উল্টো পথে হাঁটছেন। কোনওমতেই পাকিস্তানের সঙ্গে খেলার পক্ষে নয় তাঁরা।
ভারতের কি পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে খেলা উচিত? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কপিল দেব।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না, এই সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত নয়। এই ব্যাপারে সরকারই শেষ কথা বলবে। তাই সরকারের উপর সিদ্ধান্ত ছাড়া হোক।''
কপিল দেবের পরামর্শ, ''আমাদের এই নিয়ে কোনও মতামত জানানোর প্রয়োজন নেই। সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা দেশের স্বার্থে। তাই এই ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়াটাই দেশ ও দেশবাসীর পক্ষে ভাল।''