উপত্যকায় কড়া পদক্ষেপ, ১৫৫ জন নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের

Wed, 20 Feb 2019-11:55 pm,

পুলওয়ামা হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল মোদী সরকার। ১৮জন বিচ্ছিন্নতাবাদী-সহ ১৫৫ জন নেতার নিরাপত্তাবাহিনী প্রত্যাহার বা রক্ষী সংখ্যা কমিয়ে দিল নয়াদিল্লি। 

গিলানি, আগা সৈয়দ, মৌলবি আনসারি, ইয়াসিন মালিক, সেলিম গিলানি, শাহিদ উল ইসলাম, জফফার আকবর ভট, নইম আহমেদ খান ও মুখতার আহমেদ বাজার মতো নেতার নিরাপত্তা প্রত্যাহার অথবা রক্ষীর সংখ্যা কমিয়ে দিয়েছে নয়াদিল্লি। 

উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তায় মোতায়েন থাকতেন হাজার জন পুলিস কর্মী। থাকত ১০০টি গাড়ি। 

পুলওয়ামা হামলার পর উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ৪ নেতার নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

উপত্যকায় হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে এই বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে। ভারত সরকারের নিরাপত্তাবলয়ে থেকে পাকিস্তানের তামাক খেতেন এই নেতারা।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link