Dev-এর `গোলন্দাজ`-এর সেটে ভারতীয় ফুটবলের `জনক` Nagendra Prasad Sarbadhikary-র নাতি

Fri, 25 Dec 2020-3:55 pm,

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-র জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। নাম ভূমিকায় দেব।

 সম্প্রতি, 'গোলন্দাজ'-এর সেটে হাজির হয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-র নাতি ময়ূখ রঞ্জন সর্বাধিকারী।

'গোলন্দাজ'-এ ভারতীয় ফুটবলের 'জনক' নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির সেটে তাঁর সঙ্গেই দেখা করলেন বাস্তবের নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাতি। 

এর আগে একাধিকবার প্রকাশ্যে এসেছে সুপারস্টার দেবের নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী লুক। তবে শুধু লুকে নয়, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হয়ে উঠতে জমিয়ে ফুটবল অনুশীলন করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। 

এদিন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সহ শ্যুটিং সেটের সকলের সঙ্গেই দেখা করে কথা বলেন ময়ূখ রঞ্জন সর্বাধিকারী।

প্রসঙ্গত, এর আগে বর্ধমান, হুগলি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্যুটিং করতে দেখা গিয়েছে সুপারস্টার দেবকে। 

 ছবিতে দেবের বাবার ভূমিকায় নাকি দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে। যিনি কিনা হচ্ছেন শোভাবাজারের রানি কমলিনী। ছবিতে জীতেন্দ্রর অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে। 

এর আগে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান,  ''নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন মানুষ, যাঁকে আমি প্রায় যুগপুরুষের জায়গায় বসাই। ওই সময় যাঁর হাত ধরে এতকিছু সব ঘটে গিয়েছে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরতে চলেছি। আসলে কোথাও তো ওনাকে নিয়ে একটা বিস্মৃতির জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকেই আমার এই ছবিটি বানানোর কথা মাথায় এসেছিল। ওনার হাত ধরেই আমি বাঙালির হৃত গৌরব পুনরুদ্ধারের একটা চেষ্টা করতে চাই বলতে পারো।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link