দুর্দান্ত স্কিম পোস্ট অফিসে, ১০ হাজারের বিনিয়োগে হাতে পাবেন ১৬ লাখ
আগামী অর্থবর্ষ থেকে লাগু হবে এই নয়া স্কিম।
যে উপভোক্তাদের রোজগার কর যোগ্য নয়, তাঁরাও এই স্কিমে টাকা রাখতে পারবেন। তাদের ট্যাক্স রিবেট হবে, যদি তাঁরা 15G ফর্মটি ভর্তি করবেন।
স্কিমের আওতায় নিয়মিত টাকা রাখতে হবে। না রাখতে পারলে মাসিক ক্ষতিপূরণ দিতে হবে।
৪টে কিস্তি পূর্ণ না করলে স্কিম বন্ধ হয়ে যাবে।
রেকারিং ডিপোজিটে ১০ বছর ধরে ১০ হাজার টাকা করে দিতে হবে প্রতি মাসে। তাহলে ১০ বছর পরে আপনি হাতে পাবেন ১৬ লাখ টাকা।
পোস্ট অফিসের বর্তমান ইন্টারেস্ট ৫.৮শতাংশ