Pakistan’s Green Line Expresses: `বন্দে ভারতে`র ৪ বছর আগে ছুটতে শুরু করা প্রিমিয়াম এই ট্রেনটির বিষয়ে কিছু জানেন?

Soumitra Sen Thu, 14 Nov 2024-2:22 pm,

পাকিস্তানের সব চেয়ে বিলাসবহুল ও সবচেয়ে দ্রুতগতির ট্রেন হল 'গ্রিন লাইন এক্সপ্রেস'। ২০১৫ সাল নাগাদ এর যাত্রা শুরু।

ট্রেনটি চলে করাচি থেকে ইসলামাবাদ। ২২ ঘণ্টায় ১০টা রেলওয়ে স্টেশন অতিক্রম করে এটি। 

কী কী থাকে ট্রেনটিতে? দুটি পার্লার কার, পাঁচটি বিজনেস কোচ, ছটি এসি স্ট্যান্ডার্ড কোচ এর বিশেষ ফিচার। 

ট্রেনটির গতি কত জানেন? এর সর্বোচ্চ গতি ১০৫ কিমি। এর অ্য়াভারেজ স্পিড ৭২ কিমি প্রতি ঘণ্টা। 

পাকযাত্রীরা ট্রেনটিতে কিছু হাই-এন্ড অ্যামেনিটিজ উপভোগ করতে পারেন। যেমন, ওয়াই-ফাই, অনবোর্ড এন্টারটেনমেন্ট, কমপ্লিমেন্টারি মিলস, ইউটিলিটি কিটস এবং অন্য কিছু রিফ্রেশমেন্ট।

টিকিটের দামটা পরিবর্তনশীল। মুদ্রাস্ফীতির জেরে তার ওঠা-নামা আছে। তবে মোটামুটি এরকম: গ্রিন লাইন ইকনমি ক্লাসের টিকিটমূল্য পাক মুদ্রায় ২২০০ টাকা, বার্থ-ইকনমির দাম পড়ে ২৩০০ টাকা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link