Green Pit Viper: এক ছোবলেই মৃত্যু! ডুয়ার্সের রিসর্টে বিলুপ্তপ্রায় বিষধর সাপ

Tue, 14 Sep 2021-8:48 pm,
Green Pit Viper snake rescued from a resort at Malbazar

নিজস্ব প্রতিবেদন: বিরল নয়, এবার বিলুপ্তপ্রায় প্রজাতির সাপের হদিশ মিলল ডুয়ার্সে। মালবাজারে একটি রিসর্ট থেকে গ্রীন পিট ভাইপার প্রজাতির বিষধর সাপটিকে উদ্ধার করলেন স্থানীয় এক সর্পপ্রেমী। 

Green Pit Viper snake rescued from a resort at Malbazar

পাহাড়-জঙ্গলে ঘেরা সুন্দরী ডুয়ার্স। রিসর্টের অভাব নেই পর্যটকদের থাকার জন্য।

Green Pit Viper snake rescued from a resort at Malbazar

 এদিন সকালে মালবাজারে মেটেলি ব্লকের মাথাচুলকা এলাকায় একটি রিসর্টে দেখা মিলল বিলুপ্তপ্রায় গ্রীন পিট ভাইপার প্রজাতির সাপের।

 

এদিন সকালে রিসর্ট চত্বরে একটি ছোট গাছে সাপটিকে প্রথম দেখতে পান কর্মীরাই। ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

খবর দেওয়া হয় মালবাজারেরই চালসা এলাকার সর্পপ্রেমী দিবস রাই। সাপটিকে উদ্ধার করেন তিনি।

দিবস রাই জানিয়েছেন, সাপটি সুস্থ আছে। সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

সবুজ আর হলুদ। গ্রীন পিট ভাইপার প্রজাতির সাপের রং দু'রকম। অত্যন্ত বিষধর সাপ যদি কাউকে ছোবল মারে, তাহলে নাক, কান, এমনকী লোমকূপ ও চুলের গোড়া থেকেও রক্ত বেরোতে শুরু করে। জানালেন ডুয়ার্সে সর্প বিশেষজ্ঞ মিন্টু চৌধুরী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link