মাঠে বসেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ উপভোগ করতে পারবেন দর্শকরা! কোন মাঠে কত দর্শক, জেনে নিন
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার টেস্টের সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। আর এই সিরিজে মাঠে বসে দর্শকদের খেলা দেখার অনুমতি মিলেছে।
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু প্রথম টেস্ট। দিন-রাতের গোলাপি বলে টেস্ট হবে এখানে। প্রথম টেস্টে পঞ্চাশ শতাংশ অর্থাত্ ২৭ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বক্সিং ডে টেস্ট। সর্বসাকুল্যে ২৫ হাজার দর্শক মাঠে বসে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সাক্ষী হবেন তা আগেই জানিয়ে দেয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ।
৭-১১ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট। এখানেও পঞ্চাশ শতাংশ অর্থাত্ ২৩ হাজার দর্শক প্রতিদিন এসসিজি-তে প্রবেশ করতে পারবেন।
১৫-১৯ জানুয়ারি ব্রিসবেন গাব্বায় অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট হবে। মোট আসন সংখ্যার ৭৫ শতাংশ অর্থাত্ ৩০ হাজার ক্রিকেটপ্রেমী এখানে টেস্ট ম্যাচ দেখতে পারবেন।