‘নোটবাতিল ও জিএসটি দেশের আর্থিক বৃদ্ধি আটকে দিয়েছে’
নোট বাতিলের দ্বিতীয় বর্যপূর্তিতে এবার মোদী সরকারের দুটি সিদ্ধান্তের সমালোচনায় সরব হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জেনে নিন কী বললেন রাজন।
শুক্রবার বার্কলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাজন বলেন, জিএসটি ও নোটবন্দির মতো বিষয় গতবছর ভারতের আর্থিক গতি আটকে দিয়েছে।
রাজন বলেন, মাত্র ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি দেশের জন্য যথেষ্ট নয়।
গোটা বিশ্বের অধিকাংশ দেশগুলির অর্থনীতির যখন বেড়ে চলেছে তখন সরকারের ওই দুই সিদ্ধান্ত ভারতের আর্থিক গতি আটকে যায়।
দেশের আর্থিক বৃদ্ধি যদি ৭ শতাংশের কম হয় তাহলে বুঝতে হবে আমরা কিছু ভুল করছি।