Fuel Price: লিটারপ্রতি ৭৫ টাকা Petrol, ৬৮ টাকায় Diesel! GST বৈঠকেই মিলবে সুরাহা?
নিজস্ব প্রতিবেদন: অবশেষে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে রেহাই পেতে পারেন দেশবাসী। এবার জিএসটির আওতায় আসতে পারে পেট্রল -ডিজেলসহ অন্যান্য় পেট্রোপণ্যও।
শুক্রবার লখনউয়ে ৪৫ তম বৈঠকে বসতে চলেছে জিএসটি কাউন্সিল। সেখানেই পেট্রোপণ্যকে জিএসটিভুক্ত করার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কাউন্সিল।
সূত্রের খবর, জিএসটির আওতায় এলে প্রতি লিটারে পেট্রল ৭৫ টাকা ও ডিজেল ৬৮ টাকায় নেমে আসবে। যা বর্তমানে দেশবাসীর কাছে স্বপ্নেরও অতীত।
বর্তমানে রাজধানীতে পেট্রলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ১৯ পয়সা ও ডিজেলের দাম ৮৮ টাকা ৬২ পয়সা। সেখানে পেট্রলের উপর ৩২ শতাংশ হারে ও ডিজেলের উপর ৩৫ শতাংশ ভ্যাট চাপায় কেন্দ্র। অপরদিকে পেট্রলের উপর দিল্লি সরকারের ধার্য করা ভ্যাটের পরিমাণ ২৩.০৭ শতাংশ। ডিজেলের উপর ১৪ শতাংশের কিছু বেশি।
বিশ্ব বাজারে তেলের দাম পড়লেও রাজস্বের ঘাটতি মেটাতে ভ্যাট চাপায় কেন্দ্র। একই পথে হাঁটে রাজ্যগুলিও। অফিশিয়াল তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোলিয়াম ক্ষেত্র থেকে ভ্যাট বাবদ কেন্দ্রের আয় হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৭২৬ কোটি টাকা। রাজ্যের আয় হয়েছে ২ লক্ষ ২ হাজার ৯৩৭ কোটি টাকা।