পেট্রোল-ডিজেলে লিটারে আরও ২.৫০ টাকা শুল্ক কমাল মহারাষ্ট্র-গুজরাট

Thu, 04 Oct 2018-4:33 pm,

পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম থেকে দেশবাসীকে স্বস্তি দিতে প্রতি লিটারে ১.৫০ টাকা শুল্ক কমানোর ঘোষণা করলেন অরুণ জেটলি।

তবে লিটারে দাম কমছে ২.৫০ টাকা। জেটলি জানিয়েছেন, তেল বিপণন সংস্থাগুলি লিটারে কমাচ্ছে ১ টাকা। এর সঙ্গে ১.৫০ টাকা কমল শুল্ক। 

এরইসঙ্গে রাজ্যগুলিকেও পেট্রোল ও ডিজেলের উপরে শুল্ক কমানোর আর্জি করেছেন অরুণ জেটলি।

অরুণ জেটলির আবেদনে সাড়া দিল দুই বিজেপি শাসিত রাজ্য। শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাট ও মহারাষ্ট্র। 

গুজরাট সরকার ঘোষণা করল, পেট্রোল ও ডিজেলে লিটারপিছু ২.৫০ টাকা কমানো হল। এর জেরে গুজরাটে ৫ টাকা সস্তা হল পেট্রোল-ডিজেল। 

মহারাষ্ট্রেও পেট্রোল-ডিজেলে দাম কমল ২.৫০ টাকা। তার জেরে সে রাজ্যেও ৫ টাকা সস্তা হল পেট্রোল-ডিজেল। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link