বরফের চাদরে ঢাকল গুলমার্গ
নিজস্ব প্রতিবেদন: উত্তর কাশ্মীরের গুলমার্গের বারমুল্লা জেলায় তুষারপাত। তাপমাত্রার পারদ নিম্নগামী।
সমতল অঞ্চলে মাঝে মাঝে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তাপমাত্রা কম থাকায় বরফ হয়ে ঝড়ে পড়ছে সেই বৃষ্টি।
বরফ পড়ায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
শীতের শুরুতেই বরফ পড়া শুরু পাহাড়ের কোলে।
ঠান্ডায় কাঁপছে গুলমার্গ।