ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার গুরপ্রীত-সঞ্জু ; গ্রাসরুটে ভারতসেরা বাংলা
২০১৯-২০ মরশুমে গোলের নিচে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেঙ্গালুরু এফসির এই গোলরক্ষক।
সুব্রত পালের পর দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন গুরপ্রীত। ২০০৯ সালে এআইএফএফ-এর বর্ষসেরা হয়েছিলেন সুব্রত পাল।
বর্ষসেরা উঠতি ফুটবলার নির্বাচিত হয়েছেন চেন্নাইন এফসি-র অনিরুদ্ধ থাপা।
মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার সঞ্জু যাদব বাগ। অন্যদিকে মেয়েদের বর্ষসেরা উঠতি ফুটবলার নির্বাচিত হয়েছেন রত্নাবালা দেবী।
E-লাইসেন্স কোর্স এবং গোল্ডেন বেবি লিগের নিরিখে গ্রাসরুটে দেশের সেরা বাংলা। এআইএফএফ-এর বিচারে ফুটবলের উন্নয়ন আর প্রসারে দেশের মধ্যে সেরা হল বাংলা।