পাকিস্তানের আতিথেয়তায় বহাল তবিয়তে রয়েছে ২৬/১১-র মূলচক্রী হাফিজ সঈদ!

Sat, 07 Dec 2019-11:51 am,

দুই ডজনের বেশি জঙ্গি কার্যকলাপের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। লাহোরের অ্যান্টি টেরোরিজ্ম কোর্টে তাঁর বিরুদ্ধে জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেওয়া ও অর্থ সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবু কুখ্যাত হাফিজ সঈদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান সরকার। 

ভারতীয় বিদেশ মন্ত্রক দাবি করেছে, ইসলামাবাদের আতিথেয়তায় বহাল তবিয়তে পাকিস্তানে রয়েছে হাফিজ সঈদ। এমনকী,পাকিস্তানের বিভিন্ন জায়গায় তাঁকে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। 

২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নেওয়ার কথা বললেও পাকিস্তান আদতে কিছুই করেনি।উল্টে জঙ্গি নেতাকে কার্যত গা ঢাকা দিতে সাহায্য করছে ইমরান খানের সরকার। এমনই অভিযোগ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক চাপের মুখে পড়েও হাফিজ সঈদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে উত্সাহ দেখাচ্ছে না পাকিস্তান। 

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, "আমরা সবাই জানি, ২০০৮ সালে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ। লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সঈদের বিরুদ্ধে যাবতীয় তথ্য-প্রমাণ আমরা পাকিস্তানের হাতে তুলে দিয়েছি। তবুও ওরা হাত গুটিয়ে বসে রয়েছে। পাকিস্তানে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে হাফিজ। এর আগেও বারবার বিভিন্ন অজুহাত দিয়ে হাফিজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায়নি পাকিস্তান। মুম্বই হামলার সঙ্গে জড়িত কারও বিরুদ্ধেই পাকিস্তান পদক্ষেপ নিতে চায় না বলে মনে হচ্ছে। "

পাকিস্তানের গুজরানওয়ালা থেকে একবার গ্রেফতার করা হয়েছিল হাফিজ সঈদকে। জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু কিছুদিনের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে যায় মুম্বই হামলার মূলচক্রী। তার পর থেকে হাফিজের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link