Haldia: আচমকা থামিয়ে গলায় মালা; হাতে গোলাপ গুঁজে দিল পুলিস, তাজ্জব বাইক চালকরা

Wed, 15 Mar 2023-11:23 am,

হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাল হলদিয়া পুলিস। এমন ঘটনার সাক্ষী থাকলো হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ের পথচারীরা। -তথ্য ও ছবি-কিরণ মান্না

সেফ ড্রাইভ সেভে লাইফ এর পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে গাড়ি চালকদের সচেতনতা। হলদিয়াতে কোনোভাবেই কোন বাইক চালক প্রায় কথাই মানছেন না। ট্রাফিক অফিসারের পক্ষ থেকে বিভিন্নভাবে  বাইক চালকদের সচেতনতা করতে  কাজ চলছে। হেলমেট পরে বাইক চালানোর জন্য বারে বারে প্রচার চলছে। -তথ্য ও ছবি-কিরণ মান্না

বুধবার এক অভিনব কায়দায় হলদিয়ার মঞ্জুশ্রী  মোড়ে সচেতনতার প্রচার করলেন হলদিয়ার ট্রাফিক পুলিস অফিসাররা। পথ চলতি মানুষ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে  সচেতনতার বার্তা দিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে। -তথ্য ও ছবি-কিরণ মান্না 

হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরপাকড় করে , তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার তুলে দিল। প্রথমটা লজ্জায় পড়লেও হাসিমুখে তা গ্রহণ করে। অনেকে আবার এমন পরিস্থিতি দূর থেকে লক্ষ্য করে ফিরে পালিয়ে যান।এই দৃশ্য দেখে হতবাক বাইক আরহী থেকে পথ চলতি মানুষ। -তথ্য ও ছবি-কিরণ মান্না

হলদিয়ার এক ট্রাফিক অফিসার বলেন, এইভাবে ওয়ার্নিং দেওয়া হল। এর পরের বারে বড়সড় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই সাবধান হোন। এবং নিয়ম মেনে গাড়ি চালান। হলদিয়ার মোড়ে বাইক আরোহীদের ধরতে অভিনব উদ্যোগ নিলেন হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিৎ চক্রবর্তী ,রানা ব্যানার্জি । হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এমনই নয়া উদ্যোগ নেওয়া হয়। -তথ্য ও ছবি-কিরণ মান্না

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link