Hansika Motwani Wedding: সিঁদুরদানের সময় চোখে জল হংসিকার, ভাইরাল ভিডিয়ো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী হংসিকা মোতবাণী। তাঁর দীর্ঘদিনের প্রেমিক বন্ধু সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন অভিনেত্রী।
বিয়ের জন্য সাবেকি লাল লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। তাঁর বিয়ের মন্ডপে আসা থেকে সিঁদুরদানের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রবিবার জয়পুরের মুন্ডোটা ফোর্ট ও প্যালেসে গ্র্যান্ড বিয়ের আসর বসেছিল হংসিকার। বেশ কয়েকদিন ধরেই সেখানে অনুষ্ঠিত হয়েছে প্রিওয়েডিং একাধিক অনুষ্ঠান।
বিয়ের আগেরদিন প্রিওয়েডিং পার্টিতে হোয়াইট গাউনে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেদিন একসঙ্গে দুজনকে নাচতেও দেখা যায়।
মেহেন্দি অনুষ্ঠানে একেবারে ঘরোয়া লুকে দেখা যায় হংসিকাকে।
এছাড়াও বিয়ের আগে তাঁরা আয়োজন করেছিলেন একটি সুফি নাইটের। অফ হোয়াইট লেহেঙ্গায় হংসিকার লুক ছিল নজরকাড়া।
বিয়ের আগের দিন রাতে অনুষ্ঠিত হয় সংগীত। সেদিন হংসিকার পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। সংগীতে একসঙ্গে নাচতেও দেখা যায় হংসিকা ও সোহেলকে।
বিয়ের দিন সকালে হলদি অনুষ্ঠানে অবশ্য দুজনেই বেছে ছিলেন ম্যাচিং পোশাক। সাদার উপর হলুদ রঙের ফুল। সেই একই কাপড়ের লেহেঙ্গা ও পাঞ্জাবী পরেছিলেন তাঁরা।