Happy Birthday Bhaichung Bhutia:পাহাড়ি বিছের জন্মদিনে জেনে নিন ১০ তথ্য

Tue, 15 Dec 2020-5:57 pm,

১৯৭৬ সালে ১৫ ডিসেম্বর বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) জন্ম সিকিমের তিনকিতামে। সেখানে তাঁর ফুটবল জীবন শুরু হয় তাসি নামগিয়াল অ্যাকাডেমিতে।

 

মাত্র ১৪ বছর বয়সে বাইচুং যোগ দেন গ্যাংটকের বয়েজ ক্লাবে (Boys Club)। সেখানে কোচ ছিলেন তাঁর কাকা কর্মা ভুটিয়া।

 

১৯৯৩ সালে মাত্র ১৬ বছর বয়সে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে পেশাদারী ফুটবল শুরু করেন।

১৯৯৫ সালে নেহরু কাপে জাতীয় দলের হয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে বাইচুং গোল করেন মাত্র ১৯ বছর বয়সে।

১৯৯৭ সালের ফেডারেশন কাপ সেমি ফাইনালে ইস্টবেঙ্গল ৪-১ গোলে হারায় মোহনবাগানকে। ওই ম্যাচে লাল-হলুদ জার্সিতে হ্যাটট্রিক করেন বাইচুং।

 

 ১৯৯৯ সালে বাইচুং ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব বারি এফসির হয়ে খেলেন। ২০০০ সালের ১৫ এপ্রিল বাইচুং প্রথম এশিয়াতে জন্মানো ফুটবলার হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে গোল করেন।

বাইচুং ইংল্যান্ড ছাড়াও মালয়েশিয়াতেও ফুটবল খেলেছেন। সেখানে প্রথমে পেরাক এফসি আর পরে এমকে সেলাঙ্গোরের হয়ে খেলেন তিনি।

 

বাইচুং দুবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। একবার ১৯৯৫ এবং অন্যবার ২০০৮ সালে। ভারতের হয়ে ১০৪ ম্যাচে ৪০ গোল করেছেন পাহাড়ি বিছে।

 

পদ্মশ্রী এবং অর্জুন সম্মানে সম্মানিত হয়েছেন বাইচুং ভুটিয়া।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে রাজনীতির আঙিনায় পা রাখেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি'র এসএস আলুওয়ালিয়ার কাছে বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়া।একই ছবি দেখা যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link