Happy Birthday MS Dhoni: ৪০ তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাহি
নিজস্ব প্রতিবেদন: আজ ৪০ বছরে পা রাখলেন ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। অবশ্য সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কাল রাত থেকেই। প্রিয় তারকার জন্মদিনে থেমে থাকেননি ভক্তরা।
১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্মগ্রহণ করেন মাহি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয় ধোনির। সেই সিরিজে তেমন উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। এরপর কেরিয়ারে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ক্যাপ্টেন কুলকে।
ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে তিনি একজন। ২০০৭ এ তাঁর অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এখানেই শেষ নয়। ২০১১ এ বিশ্বকাপে জয়ের মুকুট তাঁর অধিনায়কত্বেই পায় ভারত।
২০১৩ তে ইংল্যান্ডকে হারিয়ে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি জেতেন। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জেতার নজির রয়েছে তার। ধোনির ৪০ তম জন্মদিনে তার কেরিয়ারের বিশেষ ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। শুভেচ্ছাবার্তা এসেছে বিসিসিআই, চেন্নাই সুপার কিংসদের তরফেও।
আইপিএলেও সফল ধোনি। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে তিনবার শিরোপা এনে দিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে আইপিএলের ইতিহাসে আটবার ফাইনাল খেলেছে সিএসকে। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকেও রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও আইপিএল খেলবেন ধোনি। আরব আমিরশাহীতে আইপিলের বাকিপর্বেও ধোনীকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।