প্রথম ফুটবলার যিনি ছ`টি ব্যালন ডি`ওর জিতেছেন, আজ সেই জাদুকরের জন্মদিন
তিনিই কি বিশ্বের সেরা ফুটবলার? এ নিয়ে বিতর্ক চলবেই। তবু তিনিই জাদুকর। বাঁ পায়ের জাদুতে সম্মোহিত ফুটবল বিশ্ব। গোটা বিশ্ব তাঁকে লিওনেল আন্দ্রে মেসি নামেই চেনে। আজ ফুটবল রাজপুত্রের জন্মদিন।
১৯৮৭ সালে ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম হয় লিও মেসির। আজ ৩৩ তম জন্মদিন এলএমটেন-এর। শুভেচ্ছা বন্যায় ভাসছেন বার্সেলোনার আর্জেন্টিনিয় সুপারস্টার।
ফুটবল কেরিয়ারে মেসির প্রাপ্তি আর সাফল্যের শেষ নেই। ক্লাব ফুটবলে সব ট্রফিই ছুঁয়েছেন মেসি। কিন্তু জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা খেতাব জিততে পারেননি এখনও মেসি। ফাইনালে খেললেও কাপটা নাগালের বাইরেই থেকে গিয়েছে। তাতে চুমুক দেওয়া হয়নি। তাই তো নিন্দুকেরা বলেন বার্সেলোনার মেসি আর্জেন্টিনার মেসি হয়ে উঠতে পারেননি।
বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচে ৬২৯ গোল করেছেন মেসি। আর আর্জেন্টিনার হয়ে ১৩৮ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি। ফুটবল কেরিয়ারে ৬৯৯ গোল করে সাতশোর দোড়গোড়ায় দাঁড়িয়ে লিও মেসি।
লিওনেল মেসিই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ছ'টি ব্যালন ডি'ওর জিতেছেন। ২০০৯ থেকে ২০১২ টানা চার বছর এবং ২০১৫ ও ২০১৯ সালে ব্যালন ডি'ওর জেতেন মেসি।