জন্মদিনে মিমি, টালিগঞ্জের নায়িকার সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?

Mon, 11 Feb 2019-5:55 pm,

মিমি চক্রবর্তী। এই নামের আর নতুন করে পরিচয় দেওয়ার হয়ত দরকার নেই।  ১১ ফেব্রুয়ারি নিজের ২৯ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন টলি পড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

মিমির আদি বাড়ি জলপাইগুড়িতে। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম) 

জলপাইগুড়িতে জন্ম হলেও মিমির ছেলেবেলা কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায়। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

মিমির পড়াশোনা বিন্নাগুড়ির সেন্স জেমস স্কুলে।(ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরাজিতে অনার্স করেন মিমি। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

মিমির বাবার নাম বাবা অরুণ চক্রবর্তী ও মায়ের নাম মা তাপসী চক্রবর্তী। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

 মিমি চক্রবর্তীর ডাক নাম মিমসি (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

২৯ বছরের জন্মদিনের সেলিব্রেশন নিজের পরিবারের সঙ্গেই করছেন মিমি। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link