জন্মদিনে মিমি, টালিগঞ্জের নায়িকার সম্পর্কে এই তথ্যগুলি জানা আছে?
মিমি চক্রবর্তী। এই নামের আর নতুন করে পরিচয় দেওয়ার হয়ত দরকার নেই। ১১ ফেব্রুয়ারি নিজের ২৯ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন টলি পড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
মিমির আদি বাড়ি জলপাইগুড়িতে। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
জলপাইগুড়িতে জন্ম হলেও মিমির ছেলেবেলা কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায়। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
মিমির পড়াশোনা বিন্নাগুড়ির সেন্স জেমস স্কুলে।(ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরাজিতে অনার্স করেন মিমি। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
মিমির বাবার নাম বাবা অরুণ চক্রবর্তী ও মায়ের নাম মা তাপসী চক্রবর্তী। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
মিমি চক্রবর্তীর ডাক নাম মিমসি (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)
২৯ বছরের জন্মদিনের সেলিব্রেশন নিজের পরিবারের সঙ্গেই করছেন মিমি। (ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম)