জন্মদিনে Mimi, স্মৃতির পাতা উলটে ধরা দিলেন নায়িকা
বত্রিশে পড়লেন মিমি চক্রবর্তী। জন্মদিনে ভাইরাল হতে শুরু করেছে মিমি চক্রবর্তীর বিভিন্ন ছবি
যেখানে কখনও বাবা, মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় মিমিকে, আবার কখনও স্কুলের পোশাক পরে ছোটবেলার ছবিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীকে
বাবার সঙ্গে যেমন ছোটবেলার ছবি শেয়ার করতে দেখা যায় মিমিকে, তেমনি বড় হওয়ার পরও মা-বাবার সঙ্গে কাধে কাধ মিলিয়ে ছবি তুলতে দেখা যায় নায়িকাকে
বর্তমানে যাদবপুর লোকসভা কেন্দ্রের কাজের পাশাপাশি বিভিন্ন ছবির শ্যুটিংও শুরু করেছেন মিমি চক্রবর্তী। সিনেমার পাশাপশি মিমি বর্তমানে নিজের অ্যালবামের কাজও শুরু করেছেন। অ্যালবামের শ্যুটিং করতে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণাতেও যেতে দেখা যায় মিমি চক্রবর্তীকে। অভিনেত্রীর যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়
এদিকে ৩২-এ পড়লেও মিমি আপাতত টলিউডের অন্যতম 'সিঙ্গল' নায়িকা। কবে তিনি গাঁটছড়া বাঁধবেন এবং কার সঙ্গে পরবর্তী জীবন ভাগাভাগি করে নেবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি দিদি নম্বর ওয়ানের সেটে মিমির সঙ্গে একযোগে হাজির হন নুসরত জাহান। যেখানে মিমির জন্য কেমন পাত্র পছন্দ বলে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় নুসরতকে। মিমির বিয়ে নিয়ে নুসরত যতই মুখ খুলুন না কেন, যাদবপুরের সাংসদ কিন্তু মুখে কুলুপ এঁটেই রয়েছেন
বিয়ে নিয়ে যতই গুঞ্জন হোক না কেন, বর্তমানে মিমি নিজের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত বলে বিভিন্ন সময় একাধিক ইঙ্গিতে তা স্পষ্ট করে দিয়েছেন
প্রসঙ্গত রাজনীতি থেকে সিনেমার শ্যুটিং কিংবা পরিবার নিয়ে ব্যস্ততার পাশপাশি মিমি চক্রবর্তী নিজের সন্তানের মতো করে বড় করছেন পোষ্যকে। বিভিন্ন সময় পোষ্যর সঙ্গে ছবিও শেয়ার করতেও দেখা যায় মিমিকে