দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন পরিণীতি চোপড়া!
২২ অক্টোবর নিজের ৩০ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন পরিণীতি চোপড়া। অভিনয়ের পাশাপাশি পরিণীতি যে ভালো গানও গান সেকথা হয়ত অনেকেরই জানা, তবে এমন অনেক তথ্যও রয়েছে পরিণীতি সম্পর্কে তা হয়ত অনেকেই জানেন না।
পরিণীতি চোপড়া একজন প্রশিক্ষিত গায়িকা। তাঁর মিউজিক নিয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে।
পরিণীতি চোপড়া নাকি পিৎজা খেতে পাগলের মতো ভালোবাসেন। এমনকি সারাদিন রাত তিনি শুধুই পিৎজা খেয়েই কাটিয়ে দিতে পারেন।
পরিণীতি চোপড়া নাকি ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফাইন্যান্স ও ইকোনমিক্স এই তিনটি বিষয়ে স্নাতক।
ইউ কে-তে পড়াশোনার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবেক ক্যাটারিং সার্ভিসের টিম লিডার হিসাবে কাজ করেছেন।
এত ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও তিনি বিদেশে ভালো কোনোও চাকরির ইন্টারভিউতে সফল হচ্ছিলেন না সেকরণে ভেঙে পড়েছিলেন পরিণীতি। আর তখনই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
শুধু তাই নয় স্কুল জীবনেও পরিণীতি চোপড়া পড়াশোনায় তুখোড় ছিলেন। দ্বাদশ (১২) শ্রেণীর পরীক্ষা তিনি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন।
যশ রাজ ফিল্মসের পি আর (পাবলিক রিলেশন) হিসাবে কেরিয়ার শুরু করেন পরিণীতি চোপড়া।
প্রথমে তিনি নাকি অভিনয় নিয়ে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না, তবে দিদি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর 'সাত খুন মাফ' ছবির শ্যুটিংয়ে হাজির থেকে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। সেসময় পরিণীতির মনে হতে থাকে যে অভিনয়টা একটা শিল্পা। আর এরপরেই অভিনয় শেখার কথা ভাবেন পরিণীতি। পরবর্তীকালে আদিত্য চোপড়া তাঁকে তাঁর তিন ছবিতে কাজ করার সুযোগ দেন।
টেনিস তারকা সানিয়া মির্জা একসময় পরিণীতি চোপড়ার প্রিয় বন্ধু ছিলেন।