জন্মদিনে সুস্মিতা, ৪২-এও অনন্যা প্রাক্তন মিস ইউনিভার্স
একেবারে পারফেক্ট বঙ্গ তনয়ার বেশেও অনন্যা সুস্মিতা।
৪২ বছরের জন্মদিনের আগে নতুন করে শরীর তৈরির নেশায় মেতেছিলেন সুস্মিতা। শুরু করেছিলেন বডি বিল্ডিং। দেখিয়ে দিয়েছেন এই বয়সেও কতটা ফিট তিনি।
অভিনয়ের পাশাপাশি বেশ ভালো গানও গাইতে পারেন বঙ্গ তনয়া সুস্মিতা।
হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও দেখা গেছে এই প্রাক্তন মিস ইউনিভার্সকে। শ্রীজিত মুখোপাধ্যায়ের 'নির্বাক' ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন তামিল সিনেমাতেও।
'ম্যায় হু না', 'বিবি নাম্বর ওয়ান', 'ফিজা', 'নায়ক দ্যা রিয়েল হিরো', 'আঁখে', 'সির্ফ তুম', 'সময়', 'বস ইতনা সা খোয়াব হ্যায়', সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুস্মিতা।
বলিউডে তাঁর লম্বা কেরিয়ারে বহু পুরুষের সঙ্গেই নাম জড়িয়েছে সুস্মিতার। তবে সেসব খবরে কখনোই বিচলিত হননি অভিনেত্রী।
সৌন্দর্য ও আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সুস্মিতা।
মিস ইউনিভার্স হওয়ার পর থেকে মডেলিং থেকে অভিনয় দুটোই সমান তালে চালিয়ে গিয়েছেন সুস্মিতা।
বরাবরই স্বতন্ত্র তিনি। মাত্র ২৫ বছর বয়সে সিঙ্গল মাদার হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন সুস্মিতা। দত্তক নিয়েছিলেন রিনিকে, পরবর্তীকালে আরও এক শিশু কন্যা আলিশাকে দত্তক নেন সুস্মিতা।
বঙ্গ তনয়া সুস্মিতার জন্ম কিন্তু কোনও ফিল্মি পরিবারে নয়। সুস্মিতার বাবা সুবীর সেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার, আর মা শুভ্রা সেন একজন অলঙ্কার ডিজাইনার।
২৩ বছর পর ২০১৭-তে ফের ফিরে গিয়েছিলেন সেই মিস ইউনিভার্সের মঞ্চে, তবে এবার বিচারকের আসনে দেখা যায় সুস্মিতা সেনকে।
১৯৯৪ সালে সুস্মিতা যখন মিস ইউনিভার্সের খেতার জেতেন, তখন তাঁর বয়স মাত্র ১৮।
কখনও মোহময়ী, তো কখনও আবার ঘরোয়া লুক, কিংবা সেক্সি বেশে হাজির হয়েছেন, তিনি সুস্মিতা সেন। ৪২-এর জন্মদিনেও তিনি অনন্যা।