৪৪-এ উর্মিলা মাতন্ডকর, দেখুন ৯এর দশকের এই গ্ল্যাম গার্লকে
৪৪ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন ৯-এর দশকের রঙ্গিলা গার্ল উর্মিলা মাতন্ডকার।
একসময়কার এই গ্ল্যাম গার্ল দীঘদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
তাঁর থেকে ৯ বছরের ছোট ব্যবসায়ী ও মডেল মহসীন আখতার মীরের সঙ্গে ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৯-এর দশকের এই গ্ল্যাম গার্ল।
১৯৯২ সালে চমৎকার ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারকে। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
তবে শুধু 'রঙ্গিলা রে' (রঙ্গিলা) গানের সঙ্গেই নয়, 'কমবক্ত', 'ছম্মা ছম্মা', (চায়না গেট) 'কমবক্ত' (পেয়ার তুনে কিউ কিয়া), 'তনহা তনহা' (রঙ্গিলা) সহ একধিক গানেতে উর্মিলার ডান্স পারফরম্যান্স নজর কাড়ে।
১৯৭৭-এ 'করম' ছবিতে শিশুশিল্পীর মাধ্যমে বড় পর্দায় পা রাখেন উর্মিলা মাতন্ডকর। তারপর শিশুশিল্পী হিসাবে 'কলিযুগ', 'মাসরুম' সহ একাধিক ছবিতে কাজ করেন উর্মিলা।
৯-এর দশকের স্টাইল স্টেটমেন্ট ছিলেন উর্মিলা মাতন্ডকার। সেসময় অনেক মেয়েই তাঁর পোশাক ও স্টাইল নকল করতেন।
'রঙ্গিলা'তে উর্মিলা প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক রামগোপাল ভার্মা লিখেছেন '' আমার রঙ্গিলা বানানোর প্রাথমিক উদ্দেশ্যই ছিল ক্যামেরায় উর্মিলার সৌন্দর্যকে চিরকালের জন্য ধরে রাখা।''
রামগোপাল ভার্মা পরিচালিত 'রঙ্গিলা' ছবিতে উর্মিলার অভিনয় ও নাচ বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলে।
২০০৩ চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর 'পিঞ্জর' ছবিতে মনোজ বাজপেয়ীর বিপরীতে অসাধারণ অভিনয় দক্ষতার ছাপ রাখেন উর্মিলা।