সোনালি বেন্দ্রে, বিবেক ওবেরয়, একতা কাপুর থেকে অর্পিতা খান, তারকাদের বাড়িতে এলেন গণপতি
বাড়িতে গণেশপুজো করছে সুনীল শেঠি থেকে কার্তিক আরিয়া সকলেই।
প্রত্যেকবারের মতো এবারও আড়ম্বরের সঙ্গেই বাড়িতে গণেশ পুজো করছেন একতা কাপুর।
বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে এলেন অভিনেতা সোনু সুদ।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এবার বাড়িতে গণপতিকে নিয়ে এলেন সোনালি বেন্দ্রে।
বাড়িতে গণপতি বাপ্পাকে বরণ করে নিলেন সলমনের মা সলমা খান।
প্রত্যেকবারের মতো এবারও সলমনের বাড়িতে এল গণপতি বাপ্পা। গণপতিকে নিয়ে এলেন সলমনের আদরের বোন অর্পিতা।
বাড়িতে গণপতি নিয়ে আসার পর পরিবারের সঙ্গে বিবেক।
রীতি মেনে গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে এলেন বিবেক ওবেরয়।
প্রত্যেকবারের মতো এবারও গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে এলেন শিল্পা শেঠি।
ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় দত্ত, তাই এবার তাঁর বাড়িতে গণেশ নিয়ে এলেন তাঁর ছেলে শাহরান দত্ত।