KKR | IPL Auction 2025: `ঘরশত্রু বিভীষণ`! নাইটদের নিলাম কৌশল ফাঁস প্রাক্তনেরই ! ৬ জনের নামই বলে দিলেন...

Tue, 29 Oct 2024-8:04 pm,

বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়াড়কে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলি 'রিটেনশন' বা 'রাইট টু ম্যাচ' ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবে। রিটেনশন এবং আরটিএম-এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। 

 

৬ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড খেলোয়াড় (ভারতীয় বা বিদেশি) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড (জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া) খেলোয়াড় থাকতে পারবে। আগামী ৩১ অক্টোবরের ভিতর দশ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে। 

কেকেআর কাদের কাদের ধরে রাখবে, তা নিয়ে বিস্তর চর্চা চলছে নেটপাড়ায়। আর এসবের মাঝেই দলের প্রাক্তন নক্ষত্র হরভজন সিং বিরাট কথা বলে দিলেন। একেবারে নাম ধরে ধরে তিনি জানিয়ে দিলেন যে, কোন ৬ তারকাকে ধরে রাখবে তিনবারের শিরোপাজয়ীরা। এক্ষেত্রে ভাজি নিজের মতই প্রকাশ করেছেন আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে। চার মাস হতে চলল আইপিএল ২০২৪ ফাইনালের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চলতি বছর কেকেআর তাদের তৃতীয় শিরোপা জিতেছে। আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরের মরসুম নিয়ে। 

 

হরভজন সিং বলেন, 'কেকেআর পুরো মরসুম আধিপত্য বজায় রেখে খেলেছে। তাদের পক্ষে কাউকে ছেড়ে দেওয়া বা ধরে রাখা রীতিমতো কঠিন হবে। তবে প্রসঙ্গ যখন রিটেনশন, তখন সীমিত সংখ্যক খেলোয়াড়কেই তারা ধরে রাখতে পারবে। আমাকে যদি কেকেআরের জন্য ৬ জন খেলোয়াড়কে বেছে নিতে হত, তাহলে আমি মনে করি শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেলের কথা বলব। অবশ্য়ই আমি পাঁচে রাখব রিঙ্কু সিংকে।  আরেকজন হবে আনক্য়াপড রমনদীপ সিং। আমার মনে হয় কেকেআর ওকে ধরে রাখবে। গতবছর ও দারুণ খেলেছে। চলতি বছর ঘরোয়া ক্রিকেটেও আমি ওর পারফরম্য়ান্স দেখেছি।'

চলতি বছর আইপিএল শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত অজি পেসার মিচেল স্টার্ককে নিয়ে! সবাই বারবার বলেছিলেন, যে বোলারের বায়োডেটায় আইপিএল খেলার সেভাবে অভিজ্ঞতাই নেই, তাঁর জন্য় আর যাই হোক ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করার তো কোনও মানেই হয়নি কলকাতা নাইট রাইডার্সের! তবে লিগ যত গড়াতে থাকে স্টার্ক তত খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তিনি ১৩ ম্য়াচে ১৭ উইকেট তুলে নিজের জাত চিনিয়ে দেন। তবে স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর সম্ভবত এত টাকার কথা ভেবেই অজি পেসারকে ছেড়ে দেবে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link