EXPLAINED | Harbhajan Singh- MS Dhoni: `প্রায় ১০ বছরের বেশি হয়ে গেল, আমরা কেউ কারোর সঙ্গে কথা বলি না`!

Wed, 04 Dec 2024-2:56 pm,

ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং চাঞ্চল্যকর কথা বললেন, এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বিস্ফোরক সাক্ষাত্‍কার দিয়েছেন পঞ্জাব পুত্তর। তিনি জানিয়েছেন যে, প্রায় ১০ বছরের বেশি হয়ে গেল, তিনি আর এমএস ধোনি একে অপরের সঙ্গে কথা বলেন না। যদিও জানিয়েছেন যে, তাঁর প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু তাঁরা আর কেউ কারোর বন্ধু নন।

ভাজ্জি-ধোনি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে ভাজ্জি যথাক্রমে ৭ ও ৯ উইকেট নিয়েছিলেন। ধোনির মাথা ও ভাজ্জির হাতের যুগলবন্দি ইতিহাসে লেখা আছে! কিন্তু এই দুই ক্রিকেটারের সম্পর্ক আর আগের জায়গায় নেই।

 

হরভজন জানিয়েছেন, 'আমি ধোনির সঙ্গে কথা বলি না। আমি যখন চেন্নাই সুপার কিংসে খেলতাম, তখন আমরা কথা বলতাম, কিন্তু এছাড়া আমরা কথা বলিনি। প্রায় ১০ বছরের বেশি হয়ে গেল,আমরা কেউ কারোর সঙ্গে কথা বলি না। ধোনির সঙ্গে আমার কথা না বলার কোনও কারণ নেই। হয়তো ওর না বলার কারণ আছে। আমি জানি না সেই কারণ। আমরা যখন সিএসকে-তে আইপিএল খেলেছি, তখন আমরা কথা বলেছি, এবং সেটাও মাঠেই সীমাবদ্ধ ছিল। খেলার পর না ও আমার ঘরে আসত, না আমি ওর ঘরে যেতাম।'

ভাজ্জি আরও বলেন, 'আমার ওর বিরুদ্ধে বলার কিছু নেই। ওর যদি কিছু বলার থাকে ও আমাকে বলতে পারে, কিন্তু সেটা করার হলে, ও এতদিনে বলেই দিত। আমি কখনও ওকে ফোন করিনি। আমি ভীষণ আবেগি। আমি তাদেরকেই ফোন করি, যারা আমার ফোন ধরে। আমার এছাড়া সময় নেই। যারা আমার বন্ধু আমি তাদের সঙ্গেই সম্পর্ক রাখি। সম্পর্ক সবসময়ে দেওয়া-নেওয়ার উপরেই হয়। আমি যদি আপনাকে সম্মান করি, তাহলে আমি আশা করব যে, আপনিও আমাকে সম্মান করবেন। আমি যদি আপনাকে এক বা দু'বার ফোন করে কোনও উত্তর না পাই, তাহলে আমি আর ফোন করব না। আমি আশা করব আপনিও আমাকে সাড়া দেবেন। আমি সম্ভবত আপনার সঙ্গে ততটুকুই দেখা করব যতটা আপনার আমাকে প্রয়োজন।'

 

২০১৫ সালে দেশের জার্সিতে শেষবার ধোনি-ভাজ্জিকে দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই খেলেছিলেন তাঁরা। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি ভাজ্জি। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ভাজ্জির ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। 

দেশের হয়ে খেলা ছাড়াও আইপিএল-এর একাধিক দলে তাঁকে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সেই আইপিএলের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ভাজ্জি। আইপিএল-এ হরভজন ম্যাচ খেলেছেন ১৬০টি, উইকেটের সংখ্যা ১৫০। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট। ২০১৩ সালের আইপিএল-এ ১৯ ম্যাচে ২৪ উইকেট পান। ২০১৫ সালের আইপিএল-এ ১৮টি, ২০১০ সালের আইপিএলে ১৭টি এবং ২০১১ ও ২০১৪ সালের আইপিএল-এ ১৪টি করে উইকেট দখল করেন। ২০০৮ থেকে ২০১৯ সালের আইপিএল অবধি টানা খেললেও ব্যক্তিগত কারণে ২০২০ সালে মাঠে নামতে চাননি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link