চার কোটি টাকার সুপার কার নিয়ে জিমে হাজির হার্দিক পান্ডিয়া, কিনলেন নাকি?
চার কোটি টাকার সুপার কার নিয়ে জিমে হাজির হলেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে ছিলেন তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পান্ডিয়ার সেই সুপার কার-এর ভিডিয়ো ও ছবি ঘুরল সারাদিন।
ল্যামবরঘিনি হুরাক্যান ইভো নিয়ে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের একটি জিমের সামনে দেখা গেল পান্ডিয়া ভাইদের। চলতি বছর ফেব্রুয়ারিতেই ল্যামবরঘিনির এই মডেল ভারতের লঞ্চ হয়েছে।
কিছুদিনের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে নেই তিনি। ফলে ছুটির এই সময়টা তিনি উপভোগ করছেন চুটিয়ে। কখনও তাঁকে দেখা যাচ্ছে গানের ভিডিয়োতে। কখনও আবার দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মুম্বইয়ের রাস্তায়।
ক্রুনাল পান্ডিয়া অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। তিনটি উইকেট পেয়েছিলেন তিনি। ৩২ রান করেছিলেন।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন পান্ডিয়া ভাইয়েরা। হার্দিক এখন ভারতীয় দলের নির্ভরযোগ্য অল রাউন্ডার। টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন ক্রুনালও।