নতুন রূপে হার্লের বাইক আনছে হিরো

Mon, 02 Nov 2020-5:43 pm,

নিজস্ব প্রতিবেদন: মাস ঘুরতে না ঘুরতেই প্রত্যাবর্তন। ভারতের বাজারে ফিরে আসছে হার্লে-ডেভিডসন। নেপথ্যে হিরো মোটোকর্প।

ভারতে ব্যবস্যা করতে চুক্তি বেঁধেছে দুই সংস্থা। হিরো মোটোকর্প এবার থেকে হার্লে-ডেভিডসন ব্র্যান্ড নামের অধীনে ভারতে মোটরসাইকেল তৈরি ও বিক্রির বিষয়টি প্রর্যালোচনা করবে।

৩০০ থেকে ৬০০ সিসির মধ্যে একটি প্রিমিয়াম মোটরসাইকেল তৈরি করার ছাড়পত্র পেয়েছে হিরো।

২০০৯ সাল থেকে ভারতে ব্যবসা শুরু করেছিল হার্লে-ডেভিডসন। কিন্তু তরুণ প্রজন্মের ক্রেতাদের মন জয়ের করলেও, দামের কারণে সহজলভ্য হয়নি। 

গত দশ বছরে ভারতের বাজারে বিক্রি হয়েছে মাত্র ২৭ হাজার ইউনিট। মূলত, রয়্যাল এনফিল্ডের জন্যই ব্যবসা করা সফল হয়নি বলে মনে করেন ওয়াকিবহালমহল।  

লকডাউনে ব্যবসা প্রবল ধাক্কা খেয়েছে। যার পরই  ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা।

সর্বাধিক বিক্রিত হিরো মোটোকর্পের সঙ্গে গাঁটছড়া বেঁধে  এবার নতুন লক্ষ্যে বাজার ধরতে চাইছে হার্লে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link