দীর্ঘ বিরতির পর জানুয়ারি থেকে সাশ্রয়ী দামে উন্নত বাইক নিয়ে ভারতে Harley-Davidson
নিজস্ব প্রতিবেদন: ২০২১ এর জানুয়ারি মাসে ভারতে Harley-Davidson। একটা দীর্ঘ বিরতির পর পুনরায় ব্যবসা শুরু করতে চলেছে সংস্থা।
তবে এবার দামের একটা ভোল বদল হতে পারে। কারণ, Heroর সঙ্গে জোট বেঁধে ভারতে ব্যবসা করবে Harley।
Hero-র এশিয়ার মার্কেটের সঙ্গে জোট বেঁধেছে হারলে। ব্যবসার পরিকাঠামো বদলেছে কোম্পানি। হাতের নাগালে আসতে পারে Harley Davidson'র বাইক। এমনটাই মনে করছ ওয়াকিবহাল মহল।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, “বাইক প্রেমী ও রাইডারদের অনুভূতিকে বদলে দিতে একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করতে আমরা হিরোর সঙ্গে কাজ করছি। উন্নতমানের প্রযুক্তির সঙ্গে ২০২১ সালে আসছে Harley-Davidson। ”
ভারতে Harley-Davidson বাইক ব্যবসার দায়িত্ব নিয়েছে Hero।