Harnaaz Sandhu: ৫০ লক্ষ ডলারের মুকুট, বিনামূল্যে ঘোরা, কী কী সুবিধা পাবেন মিস ইউনিভার্স?
২১ বছর পর মিস ইউনিভার্সের শিরোপা পেল ভারত। মুকুট উঠেছে ভারত সুন্দরী হরনাজ সান্ধুর (Harnaaz Sandhu) মাথায়। ১৯৯৪ সালে ভারত পেয়েছিল তাঁর প্রথম মিস ইউনিভার্স (Miss Universe)। বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন (Susmita Sen)। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত (Lara Dutt)।
চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী এই মেয়ের প্রশংসায় সারা দেশ। তবে জানেন কি হরনাজের মাথায় মিস ইউনিভার্সের মুকুটের দাম কত? মিস ইউনিভার্স মুকুটের দাম প্রায় ৫০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৭ কোটি টাকা! মুকুটের ওজন ১ কেজি। এই মুকুটে রয়েছে ১ হাজার ৭২৫টি হিরে।
সূত্রের খবর, এর আগে কোনও প্রতিযোগীর জন্য নাকি এত দামী মুকুট তৈরি হয়নি। মিস ইউনিভার্সের মুকুট প্রতিবারই বদলে যায়। ২০১৯ সালে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের জন্য মৌওয়াদ জুয়েলারি 'মৌওয়াদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন' তৈরি করেছিল।
হারনাজকে দেওয়া মুকুটটি প্রকৃতি, সৌন্দর্য, নারীত্ব, ঐক্য এবং শক্তির উপর ভিত্তি করে তৈরি। মুকুটটিতে ১৮-ক্যারেট সোনা, ১৭৭০টি হিরে এবং কেন্দ্রে একটি ঢাল কাটা সোনার সঙ্গে ক্যানারি হিরে রয়েছে। এই হিরের ওজন ৬২.৮৩ ক্যারেট।
তবে শুধু দামী মুকুট নয়, হরনাজ গোটা এক বছর ধরে নানান সুবিধা ভোগ করবেন। এক বছরের জন্য নিউইয়র্কে একটি পেন্টহাউসে থাকার সুযোগ, তার সঙ্গে মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন তিনি।
মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে। খাবার জিনিস থেকে পোশাক সবই পাবেন মিস ইউনিভার্স অরগানাইজেশনের সৌজন্যে।
সংস্থা তাঁকে মডেলিংয়ের জন্য একটি পোর্টফোলিও তৈরিতে সাহায্যও করবে। তার জন্য বিশ্বের সেরা ফটোগ্রাফারদেরও অফার দেওয়া হবে৷ অন্যান্য বিলাসবহুল পরিষেবাগুলির মধ্যে ফ্যাশন স্টাইলিস্ট, ত্বক এবং দাঁতের পরিষেবাও বিনামূল্যে পাবেন হরনাজ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে। টিনেজ থেকেই মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হরনাজ।